আদালত অবমাননার অভিযোগে কারা মহাপরিদর্শকসহ দুজনকে তলব

নিজস্ব প্রতিবেদক: আদালতের রায় বাস্তবায়ন না হওয়ায় ব্যাখ্যা দিতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে তলব করেছেন আপিল বিভাগ। ছয় কারা কর্মকর্তার পদোন্নতি-সংক্রান্ত রায় বাস্তবায়ন না হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের আগামী ৪ ডিসেম্বর হাজির হতে বলা হয়েছে।

আদালত অবমাননার অভিযোগে করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ইব্রাহীম খলিল। কারা কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী সফিকুল ইসলাম।

গত বছরের ২২ এপ্রিল আপিল বিভাগের দেয়া রায়ে ছয় কারা কর্মকর্তার (জেল সুপার) পদোন্নতির বিষয়টি বিবেচনা করতে নির্দেশ দেয়া হয়। রায়ের নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় পদোন্নতি প্রত্যাশী নুরুন্নবী ভূঁইয়াসহ পাঁচ কর্মকর্তা গত বছরের ২৭ সেপ্টেম্বর পৃথক পাঁচটি আদালত অবমাননার আবেদন করেন।