আদালত খুলে দেয়ার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে নিয়মিত আদালত খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সমিতির সভাপতি এমএম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তরা বলেন, কভিড-১৯ মহামারির কারণে দীর্ঘদিন বিচার কার্যক্রম বন্ধ। ফলে অপরাধীরা অতীতের তুলনায় আরও বেশি অপরাধ করছে। একজন অপরাধী বিচারের আওতায় আসলে অন্য আপরাধীরা অপরাধ করতে ভয় পায়।

তাই অপরাধীদের বিচারের আওতায় আনতে পরিপূর্ণ নিয়মিত আদালত খুলে দেয়ার জোর দাবি জানিয়েছেন আইনজীবীরা।