Print Date & Time : 5 July 2025 Saturday 10:16 pm

আদিতমারীতে ট্যাব বিতরণ

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃৃহগণনা প্রকল্পের ক্রয়কৃত এসব ট্যাব নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

আদিতমারী উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুলের ১৯২ জন ছাত্র-ছাত্রীর মাঝে এসব বিতরণ করা হয়।

নবম, দশম শ্রেণির ১, ২ ও ৩ রোলধারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ উৎসাহ প্রদানের পাশাপাশি নিজ হাতে কোমলমতি শিক্ষার্থীদের ট্যাব তুলে দেন। ট্যাব পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।