নিজস্ব প্রতিবেদক : ৩০ কোটি টাকা ব্যয়ে সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (১০ আগস্ট) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, সায়েদাবাদ বাস টার্মিনাল অনেক আগে নির্মাণ হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভঙ্গুর অবস্থায় রয়েছে। জলাবদ্ধতাসহ অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে এখানে। তাই এটি আধুনিক করার কার্যক্রম হাতে নিয়েছি।
তিনি জানান, গাড়ি রাখার শেড, টিকিট কাউন্টার, চালকদের বিশ্রামঘর, খাবার দোকান, গণশৌচাগারসহ সব আধুনিক সুযোগ-সুবিধা রাখা হবে টার্মিনালে।
ডিএসসিসি মেয়র জানান, বাসরুট রেশনালাইজেশনের মাধ্যমে ঢাকা শহরের গণপরিবহনকে শৃঙ্খলার আওতায় আনার জন্য এ কাজটি হাতে নেয়া হয়েছে। দ্রুত কাজ চলছে। আগামী মার্চে কাজটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মেয়র আরও বলেন, দুটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি কাঁচপুরে এবং আরেকটি কেরানীগঞ্জে। একটির জায়গা অধিগ্রহণ করা হয়েছে। আমরা সেটির হস্তান্তর চেয়েছি। আরেকটি জমির অধিগ্রহণ কার্যক্রম হাতে নিয়েছি। এগুলো শেষ করতে ৩-৪ বছর সময় লাগবে বলে জানান তিনি।