Print Date & Time : 15 September 2025 Monday 1:01 am

আনন্দমোহন কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে সরকারি আনন্দমোহন কলেজে ছাত্রলীগের সংঘর্ষেরে ঘটনায় ছাত্রছাত্রীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আনন্দমোহন কলেজের আইনশৃঙ্খলা ও হোস্টেল স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক কলেজের আওতাধীন ছাত্র ও ছাত্রী নিবাস সমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য আজ রাত ৮ টা ৩০ মিনিটের মধ্যে এবং ছাত্রী নিবাসের ছাত্রীদের জন্য আগামীকাল রোববার সকাল ৮ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে,  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গতকাল শুক্রবার রাত ১১ টা ৪৩ মিনিটে আনন্দমোহন কলেজ ছাত্রলীগকে মহানগর ছাত্রলীগের ইউনিট থেকে জেলা ছাত্রলীগে অন্তর্ভূক্ত করে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি প্রেস বিজ্ঞপ্তি আপলোড করে। এখবর ছড়িয়ে পড়লে রাতেই আনন্দমোহন কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে কলেজ গেইটের সামনে প্রতিবাদ করে।

পরে আজ শনিবার সকালে আবারও কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করলে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ককটেল বিস্ফোরণের মতোও ঘটনা ঘটে। এতে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।