আনুশকার বিরুদ্ধে চুরির অভিযোগ!

শোবিজ ডেস্ক: কিছুদিন আগে বেশ ধুমধাম করে নিজের ফ্যাশন হাউজ ‘নাশ’-এর উদ্বোধন করেছেন বলিউড তারকা আনুশকা শর্মা। এখন এই ‘নাশ’ই সর্বনাশ ডেকে এনেছে আনুশকার। ‘নাশ’-এর শরৎ-শীত মৌসুমের জন্য ১৬০ ধরনের পোশাক নিজের ফ্যাশন হাউজে তুলেছিলেন আনুশকা। কিন্তু ডিএনএ ইন্ডিয়া জানাচ্ছে, ১৬০ ধরনের পোশাকের মধ্যে বেশ কিছুর নকশা হুবহু মিলে গেছে একটি চীনা ই-কমার্স ওয়েবসাইটে দেওয়া পোশাকের সঙ্গে। যার মধ্যে রয়েছে কালো ও গোলাপি রঙের বম্বার জ্যাকেট, পার্কা, ট্যান ট্রেঞ্চ কোট ও স্ট্রিপড প্যান্ট। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আনুশকা। নকশা চুরির অভিযোগ নিয়ে আনুশকা বলেন, ‘এমনও সময় ছিল যখন নাশকে নিয়ে দুই ঘণ্টার বৈঠক ৯ ঘণ্টা ছাড়িয়ে গেছে। সেখানে চুরি কীভাবে হয় তা আমার বোধগম্য নয়। কারণ আমি বিষয়টা খুব উপভোগ করছিলাম। নতুন কিছু সৃষ্টির যে অসাধারণ আনন্দ, তা আমি বেশ উপভোগ করছিলাম।’ আনুশকার আগেই নিজের ফ্যাশন হাউজ খুলে রেখেছেন সোনম কাপুর ও রেহা কাপুর। তার ফ্যাশন হাউজ খোলা নিয়ে অনেকেই তাকে তুলনা করছেন সোনমের সঙ্গে। এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘কিছু মানুষের কাজই হচ্ছে তুলনা করা। কিন্তু নাশের নকশা, পোশাকের মান, বিপণন নিয়ে আমি আত্মবিশ্বাসী। এ-ছাড়া আমি বিশ্বাস করি, নিজের পণ্যের ওপর যদি আপনার আস্থা থাকে, তাহলে আপনাকে সেটা বাস্তবে পরিণত করা উচিত। অন্যরা কি করল, সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। যদি থাকত, আমি অভিনেত্রী হিসেবেও অন্যকে নকলের চেষ্টা করতাম। কিন্তু আমি তা করিনি।’

এ ব্যাপারে মুম্বাই মিরর আনুশকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে আনুশকার মুখপাত্র বলেন, ‘গত দুদিনে এ নিয়ে (চুরির অভিযোগ) বেশ কিছু গোলযোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা এখনই কোনো শক্ত পদক্ষেপে যাচ্ছি না। বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জানার পর এ ব্যাপারে পদক্ষেপ নেব।’