প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টিআর প্রকল্পের আওতায় চার আশ্রয়হীনকে ঘর নির্মাণ করে দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান।
গতকাল রোববার বেলা ৩টায় উপজেলার ৬নং বারখাইন ইউনিয়ন ও ৫নং বরুমচড়া ইউনিয়নে নির্মিত এসব ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
উপকারভোগীরা হলেনÑ৬নং বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের প্রতিবন্ধী জান্নাতুল ফেরদৌস, হাজীগাঁও গ্রামের জাকির হোসেন, ঝিউরী গ্রামের নাছিমা আক্তার ও ৫নং বরুমচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কহিনুর আকতার।
ঘর হস্তান্তরকালে উপকারভোগী ও গ্রামবাসীর সঙ্গে ওয়াসিকা খান মতবিনিময় করেন। এ সময় তিনি গ্রামের নারীদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। মতবিনিময়কালে তিনি বলেন, আপনারা আমার ও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমাদের প্রধানমন্ত্রী চেয়েছেন বলে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে আমার। এছাড়া প্রধানমন্ত্রী দেশকে ক্ষুধামুক্ত করতে বিভিন্ন ভাতা চালু করেছেন বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল বসর, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার চৌধুরী ফৌজিয়া, সাবেক ইউপি সদস্য ও দক্ষিণ জেলা তাঁতী লীগ নেতা আজিজুল হক আজিজ, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আরডি রাহুল, সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দীন ছোটন প্রমুখ।