প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার এসব বিতরণ করেন সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।
জানা যায়, ইতঃপূর্বে ওয়াসিকা আয়শা খান এমপির আবেদনের পরিপ্রেক্ষিতে আনোয়ারায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের জন্য ৩০০ বান্ডেল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ৯ লাখ টাকা বরাদ্দ প্রদান করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ সময় ইউএনও মো. ইশতিয়াক ইমনসহ স্থানীয় আওয়ামী নেতা উপস্থিত ছিলেন।