Print Date & Time : 15 September 2025 Monday 1:15 am

আনোয়ারায় পাসের হারে স্কুলের চেয়ে মাদরাসা এগিয়ে

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় পাসের হারে ২৬টি স্কুলের চেয়ে এগিয়ে রয়েছে ১১টি মাদরাসা। গতকাল এসএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফলাফলে দেখা যায়, উপজেলার ২৬টি উচ্চ বিদ্যালয়ের চার হাজার ৫৯৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে চার হাজার ১০৮ জন। অপরদিকে ১১টি মাদরাসার মধ্যে ৬৮৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭০ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারে আনোয়ারায় এসএসসিতে পাসের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫০ পরীক্ষার্থী। ২৬টি বিদ্যালয়ের জিপিএ-৫ পেয়ে এবারও ফলাফলে উপজেলার প্রথম হয়েছে কাফকো স্কুল অ্যান্ড কলেজ। তার পরে রয়েছে সিইউএফএল স্কুল অ্যান্ড কলেজ ও আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। অপরদিকে দাখিল পরীক্ষায় উপজেলার ১১টি মাদরাসার পাসের হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন জানান, আনোয়ারায় এসএসসি ও দাখিল দুটিতে পাসের হার ভালো রয়েছে। ২৬টি স্কুলের মধ্যে তিনটি প্রতিষ্ঠান জিপিএ-৫ এ ভালো করেছে। মাদরাসার মধ্য জমহুরিয়া ফাজিল মাদরাসাটি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে রয়েছে।