আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু  

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল আবছর (৩২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের মলকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নুরুল আবছার ওই এলাকার ছৈয়দ নুরের ছেলে। নিহতের রুহি আকতার (৬) নামের ও ৪ দিন বয়সী নবজাতকসহ দুই কন্যাসন্তান ছিল।

স্থানীয় যুবক মো. কায়ছার জানান, তিনি দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। বাড়ির পাশের বিলে সেচের পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বেলা তিনটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোগীকে আনা হয়েছিল। ঘটনাস্থলে ওই রোগীর মৃত্যু হয়।