প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা শীর্ষক তিন দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাশে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প।
গতকাল সোমবার উপজেলা প্রাণিসম্পদ হলরুমে তিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্ত হয়। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশক্ষিণ কর্মশালা তিন দিন অনুষ্ঠিত হয়। উপজেলার তিন শতাধিক মহিষ পালনকারী খামারির মধ্য থেকে নির্বাচিত ৫০ জন খামারি এই কর্মশলায় অংশগ্রহণ করেন।
কর্মশলায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. একে এম হুমায়ুন কবির।
তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমন্বয়ক ছিলেন, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার নুরে আলম। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সমঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে কর্মশলার উদ্বোধন করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আশাদুল ইসলাম।