Print Date & Time : 28 August 2025 Thursday 4:43 am

আনোয়ারায় মাদক ব্যবসায়ী যুবলীগ ক্যাডারের ছুরিকাঘাতে যুবক খুন

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী যুবলীগ ক্যাডার রাসেল ও তার সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে নিহত যুবকের নাম মোহাম্মদ মানিক (৩২)।

সোমবার ( ১৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে পরৈকোড়া ইউনিয়নের ভেন্ডরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোঃ সৈয়দ এর ছেলে।

নিহত যুবকের ভাই মোহাম্মদ বাবুল বলেন, তাঁর ভাই মানিক স্থানীয় মো. রাসেল (৩০) নামের এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পাওনা রয়েছেন। পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।

এর একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে মানিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র বলছে তারা উভয়ই মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসার টাকার ভাগাভাগির জন্য এই খুনের ঘটনা ঘটেছে ধারণা করছে স্থানীয়রা। রাসেল স্থানীয় যুবলীগের নেতা।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বলেন, টাকা পাওনার বিরোধকে কেন্দ্র করে রাসেল ও অপর এক যুবকের হাতে মাদক ব্যবসায়ী মানিক ছুরিকাঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২ টায় মারা যায়।