আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দৈনিক ভোরের পাতা ও চ্যানেল এসের প্রতিনিধি রুপন দত্তকে সভাপতি এবং দৈনিক শেয়ার বিজ প্রতিনিধি এনামুল হক নাবিদকে সাধারণ সম্পাদক করে সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারস্থ অভিজাত রেস্টুরেন্টে এক আলোচনা সভায় সব সদস্যের সম্মতিতে এ নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেনÑ সহ-সভাপতি দৈনিক যুগান্তরের আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদের প্রতিনিধি ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক আমার সময়ের প্রতিনিধি জাবেদুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জাহিদ হাসান হƒদয়, প্রচার সম্পাদক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি রিয়াদ হোসেন, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক দৈনিক জনবাণীর প্রতিনিধি শেখ আবদুল্লাহ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক দৈনিক নতুন দিনের প্রতিনিধি আরমান হোসেন প্রমুখ।