Print Date & Time : 16 July 2025 Wednesday 11:20 pm

আনোয়ার ইব্রাহিম হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী!

শেয়ার বিজ ডেস্ক : মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে সমর্থন দিয়েছেন ক্ষমতাসীন দল পাকাতান হারাপনের সব আইনপ্রণেতারা। মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত মঙ্গলবার আইনপ্রণেতারা এ সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন আনোয়ার নিজেই। খবর: আল-জাজিরা। 

গত সোমবার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কোনো কারণ না জানিয়ে পদত্যাগ করেন। এরপর দেশটির রাজা তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আনোয়ার ইব্রাহিমের পিপলস জাস্টিস পার্টি (পিকেআর) সদস্যরাও ঘোষণা দিয়েছেন যে, তারা দেশনেতা হিসেবে আনোয়ার ইব্রাহিমকেই মনোনীত করেছেন।

মালয়েশিয়ার এ চলমান সংকটের দুপক্ষ হলো ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ ও ৭২ বয়সী আনোয়ার ইব্রাহিম। ২০১৮ সালে আচমকা তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করে নাজিব রাজাককে ক্ষমতাচ্যুত করেন। দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করা মাহাথির হলেন সর্বশেষ এ সংকটের মূলহোতা।

নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় যাওয়ার কিছুদিন পর আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন মাহাথির। কিন্তু অনেক জল্পনা-কল্পনার পর মাহাথির

মোহাম্মদ গত সোমবার পদত্যাগ করলেন ঠিকই কিন্তু প্রতিশ্রুতি রাখলেন না। গুঞ্জন উঠলো আনোয়ার ইব্রাহিমকে বাদ দিয়ে নতুন জোট করে ফের প্রধানমন্ত্রীর পদে বসছেন তিনি।

তবে এমন আভাস কিছুদিন ধরেই পাওয়া গেলেও আজ আনোয়ার ইব্রাহিমের এ ঘোষণা মাহাথিরের ফের প্রধানমন্ত্রী হওয়ার বাসনাকে প্রশমিত করল। এদিকে এর আগে ক্ষমতাসীন জোট পাকাতান হারপান থেকে মাহাথিরের দলের আইনপ্রণেতারা ইতোমধ্যে পদত্যাগও করেছেন।

এদিকে সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন আধুনিক মালয়েশিয়ার গড়ার কারিগর হিসেবে পরিচিত মাহাথির মোহাম্মদ।