Print Date & Time : 2 September 2025 Tuesday 1:01 am

আনোয়ারায় মাদ্রাসা অধ্যক্ষের রুমে রহস্যজনক আগুন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রহস্যজনকভাবে মাদ্রাসা অধ্যক্ষের রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে অধ্যক্ষের রুমের গুরুত্বপূর্ণ কাগজপত্র।

বুধবার (১৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার ভিংরুল জামেউল উলুম মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস বলেন, আমি প্রতিদিনই মাদ্রাসায় আমার রুমে থাকি কিন্তু গতরাতে আমি ছিলাম না। খবর পেয়ে এসে দেখি আমার রুমের সব কিছু পুড়ে গেছে। এবং আশেপাশের দেওয়ালে কেরোসিন চিহ্ন এবং ঘ্রাণ রয়েছে। আগুন লেগে নগদ ৩ লক্ষ ৩১ হাজার টাকাসহ ১০-১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আগুন লেগে আমার রুম এবং আমার পাশের রুম পুড়ে যায়।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে যায়। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের সূত্রপাত নির্নয় করা যায়নি। আগুনে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।