প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই মেলা। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আনোয়ারা উপজেলায় তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
এর আগে উপজেলা হলরুমে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও শেখ জোবায়ের আহমেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রকিবুল হক, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ।
পরে কৃষকদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের স্টল অংশ নেয়।