Print Date & Time : 2 August 2025 Saturday 10:31 am

আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্য গ্রেপ্তার

 

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে ভারতীয় মালিকানাধীন কোম্পানির ওয়ারহাউসে ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেনÑচাঁদপুরের পুরান বাজার এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), জামালপুরের পোড়াভিটা গ্রামের স্বজলের ছেলে ফরহাদ ওরফে ফারুক (৩৩) এবং ময়মনসিংহের বালিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৭)। এ সময় লুণ্ঠিত ৩ হাজার ৯১৩ কেজি অ্যালুমিনিয়ামের বৈদ্যুতিক তারসহ কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। এর আগে মঙ্গল ও বুধবার গাজীপুর জেলার বাইমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।