আন্তপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার আহ্বান

শেয়ার বিজ ডেস্ক: আজ সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এ তথ্য জানান।

দেশব্যাপী চলমান আন্তপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা আহ্বান করেছে। আজ সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এ তথ্য জানান।

তিনি বলেন, শীঘ্রই ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।

আজ সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে আজ সকালে ডেমরায় কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২৫ শিক্ষার্থী আহত হন।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন নিহতের কথা বলে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, যা মোটেই সঠিক নয়।