শোবিজ ডেস্ক: শিগগিরই টেলিভিশন, অনলাইন, মোবাইল অ্যাপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুক্তি পাবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘এ পেয়ার অব স্যান্ডেল’। রোহিঙ্গাদের ওপর নির্মিত এ চলচ্চিত্র প্রদর্শনের জন্য বেছে নিয়েছে ব্রিটিশ পরিবেশক শর্টস ইন্টারন্যাশনাল। ‘এ পেয়ার অব স্যান্ডেল’-এর নির্মাতা জসীম আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, থিয়েটার, টেলিভিশন, উড়োজাহাজ, মোবাইল, ভিডিও অন ডিমান্ডসহ (ভিওডি) অন্যান্য প্ল্যাটফর্মে বিশ্ব পরিবেশনার জন্য ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ভিউজ অ্যান্ড ভিশনসের সঙ্গে তাদের নন-এক্সক্লুসিভ চুক্তি হয়েছে। ৭১তম কান উৎসবের শর্টফিল্ম কর্নারে অংশ নিয়েছিল এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখান থেকেই এটি নির্বাচন করেছে শর্টস ইন্টারন্যাশনাল। তুরস্কের আঙ্কারার হাঁক-ইশ উৎসবে ‘এ পেয়ার অব স্যান্ডেল’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নেন জসীম আহমেদ। জার্মানির ইন্ডিপেনডেন্ট ডেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী ছবির সম্মানসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে প্রতিযোগিতা করেছে এটি। ইতালির নেপলস মানবাধিকার চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগেও অংশ নেয় এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
কোনো ভয়েসওভার ও ইন্টারভিউ ছাড়া নির্মিত ‘এ পেয়ার অব স্যান্ডেল’ ছবিতে ইংরেজি, ইতালিয়ান, ফরাসি ও স্প্যানিশ ভাষার ওপেন ক্যাপশন রয়েছে। রোহিঙ্গা শরণার্থী ইস্যু ও তাদের দুর্দশার কথা বিশ্বকে জানাতেই ছবিটি তৈরি হয়েছে। এর সংগীত পরিচালনা ও শব্দ পরিকল্পনা করেছেন রিপন নাথ। ওপেন ক্যাপশন লিখেছেন ফরিদ আহমেদ। প্রতি বছর অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শন করে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচিত ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে শর্টস টিভি নামে তাদের স্বল্পদৈর্ঘ্য ছবির ডেডিকেটেড টিভি চ্যানেল রয়েছে, যেখানে গত বছর জসীম আহমেদের আলোচিত চলচ্চিত্র ‘দাগ’-এর উত্তর আমেরিকা ও ইউরোপ প্রিমিয়ার হয়েছিল।
