Print Date & Time : 3 September 2025 Wednesday 1:14 pm

আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট এলাকায় প্রবেশে কড়াকড়ি

 

শেয়ার বিজ প্রতনিধি, বেনাপোল: আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট এলাকায় পাসপোর্টযাত্রী ছাড়া বহিরাগতদের প্রবেশের ওপর বিধিনিষেধ জারি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টমস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাঙ্গালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দীর্ঘদিন একটি বহিরাগত চক্র কাস্টমস চেকপোস্ট কেন্দ্র থেকে বিনা তল্লাশিতে লাখ লাখ টাকার ব্যাগেজ পার করে আসছিল। কাস্টমস অফিসাররা বাধা দিলে ওই চক্রটি নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সম্প্রতি কর্তৃপক্ষ রুটিনমাফিক তিন অফিসারকে বদলি করলে সেটি নিয়ে নানা অপপ্রচার চালানো হয়। এ ঘটনায় অফিসার্স অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা জানায়।

বেনাপোল চেকপোস্টে  ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে গত এক মাসে ৩০ লাখ টাকার রাজস্ব আয় করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সম্প্রতি চেকপোস্টে ব্যাপক কড়াকড়ি আরোপ করায় বেজায় ক্ষেপেছে বহিরাগতরা।  বর্তমানে  বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন দু-তিন হাজার পাসপোর্ট যাত্রী ভারতে যাচ্ছে। কাস্টমস কর্তৃপক্ষ চেকপোস্ট কাস্টমস এলাকায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সিসি ক্যামেরা বসিয়েছে। তার পরও থেমে নেই বহিরাগতদের অবাধ যাতায়াত।