শেয়ার বিজ ডেস্ক: জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান জাপানি কূটনীতিক ইউকিয়া আমানো মারা গেছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি সংস্থাটির প্রধানের পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এর মাঝেই গতকাল সোমবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন আইএইএ প্রধান।
২০০৯ সালে আইএইএ’র মহাপরিচালকের দায়িত্ব নিয়েছিলেন তিনি। ইরান ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতার পুরো সময়টিতে তিনি জাতিসংঘের সংস্থাটির প্রধান ছিলেন। তার মৃত্যুর বিষয়ে নিজেদের বিবৃতিতে আইএইএ বলেছে, ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দফতর গভীর দুঃখের সঙ্গে মহাপরিচালক ইউকিয়া আমানোর মৃত্যু সংবাদ জানাচ্ছে।’
টানা তৃতীয় মেয়াদে ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত আইএইএ’র মহাপরিচালক পদে থাকার কথা ছিল তার। কিন্তু অসুস্থতাজনিত কারণে মার্চেই পদত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গতকাল তিনি তার নিজের সিদ্ধান্ত ঘোষণার পরিকল্পনা করেছিলেন বলে সংস্থাটির সঙ্গে জড়িত কূটনীতিকরা জানিয়েছেন।
তার শূন্য পদে আইএইএ’র নতুন প্রধান হিসেবে কে আসছেন, তা পরিষ্কার হয়নি। যদিও তার পদে কে অভিষিক্ত হবেন, তা নিয়ে আলোচনা গত সপ্তাহেই শুরু হয়েছিল।
