Print Date & Time : 7 July 2025 Monday 11:41 pm

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা

প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে “সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার” এমন প্রতিপাদ্যকে সাথে নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনছুর আলী চৌধুরী ও লক্ষ্মীপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহি সানী।

এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।