Print Date & Time : 21 July 2025 Monday 8:57 pm

আন্দরকিল্লা শাহি জামে মসজিদ

 

মুঘল আমলের অন্যতম সেরা নিদর্শন চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহি জামে মসজিদ। মসজিদের শিলালিপি থেকে জানা যায়, সুবাদার শায়েস্তা খান এর নির্মাতা। শৈল্পিক দিক থেকে মসজিদটি বেশ দৃষ্টিনন্দন। সরকারি গেজেটে মসজিদটিকে ‘দি চিটাগাং শাহি জামে মসজিদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সাধারণ মানুষের কাছে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ নামেই পরিচিত।

আন্দরকিল্লা শাহি জামে মসজিদটি একটি বহুতলবিশিষ্ট ইমারত। কয়েকবার মসজিদটির পরিবর্ধন ও সংস্কার করা হলেও এর মূল কাঠামো সংরক্ষিত আছে। আদি মসজিদটি আয়তাকার। চারটি অষ্টভূজাকৃতির কোনার বুরুজগুলোর মধ্যে পেছন দিকের দুটি এখনও রয়েছে। এর উপরে রয়েছে ক্ষুদ্র গম্বুজসহ নিরেট ছত্রি। পূর্বদিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে মোট পাঁচটি খিলান প্রবেশদ্বার আছে। দরজাগুলোকে প্রশস্ত করা হয়েছে। পূর্বদিকের সব প্রবেশপথ একটি অর্ধগম্বুজাকৃতির খিলান ছাদের নিচে উš§ুক্ত। পূর্বদিকের প্রবেশপথ তিনটি বরাবর কিবলা দেয়ালের ভেতরে তিনটি মিহরাব আছে।

সমতল থেকে প্রায় ৩০ ফুট উপরে একটি ছোট পাহাড়ের ওপর মসজিদটি। ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসেবে ১৯৮৬ সালে মসজিদটিকে পুরাকীর্তির তালিকাভুক্ত করা হয়। রোজা, ফিতরা ও ঈদের চাঁদ দেখা প্রশ্ন প্রভৃতিতে এই মসজিদের ফয়সালা সাদরে গ্রহণ করা হয়।