Print Date & Time : 29 August 2025 Friday 7:17 pm

আন্দোলন দমানোর সক্ষমতা কারও নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের আন্দোলন শুরু হয়েছে, এটা দমানোর সক্ষমতা কারও নেই। জনগণ জেগে উঠেছে। যে কোনো ত্যাগের বিনিময়ে তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আমরা এ লক্ষ্যে অটল ও অবিচল।

আজ শুক্রবার (৪ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কথার প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। হুমকি-ধমকি দিয়ে দমানো যাবে না।

তিনি বলেন, বাড়াবাড়ি বলতে উনি কী বলছেন, তার ব্যাখ্যা উনিই দেবেন। আমরা ফাঁদে পা দেবো না। জনগণের আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি এ ধরনের কথা বলছেন।

মির্জা ফখরুল আরও বলেন, লক্ষ্য একটাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। সেজন্য এই সরকারকে সরাতে হবে।

‘দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, এখান থেকে বাঁচতে হলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় জানাতে হবে। জনগণ এবার যে কোনো ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে।