নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর গৃহকর নিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে একটি মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমার নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী, কোনো প্রকার পৌরকর বৃদ্ধি করা হয়নি। তবে ২০১৭ সালের ধার্যকৃত করের যেসব অসংগতি আছে, তা দূর করার জন্য আপিল বোর্ড গঠন করা হয়েছে। আপিলের সম্মুখীন হওয়া ছাড়া এ অসংগতি দূর করার কোনো সুযোগ নেই। গতকাল নগর বাইশ মহলা কমিটির নেতারা সিটি মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, পৌরকর সহনীয় পর্যায়ে আনার জন্য ২০১৭ সালে মূল্যায়ন করা গৃহকর নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে আগের বকেয়া পরিশোধ করে আপিলের মাধ্যমে তা নিরসন করার জন্য নগরবাসীকে অবহিত করা হয়েছে। গৃহকর মূল্যায়ন ও আপিল বিষয়ে নগরবাসীর বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আপিল বা কর পরিশোধ করতে গিয়ে চসিকের কোনো কর্মকর্তা-কর্মচারী দ্বারা হয়রানির শিকার হলে সেক্ষেত্রে আমার পিএস অথবা রাজস্ব কর্মকর্তাকে অবহিত করার জন্য স্থানীয় সব পত্রিকায় যোগাযোগের নম্বরসহ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।
নগরবাসীর কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপিল বোর্ডের সিদ্ধান্তে কোনো করদাতা অসন্তুষ্ট হলে, তা বিবেচনা করা হবে। এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্ত না হওয়ার জন্যও মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি নগরীর যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে বাইশ মহল্লা সর্দ্দার কমিটির সহযোগিতা কামনা করে বলেন, চসিকের দুই ম্যাজিস্ট্রেট ও পরিচ্ছন্নতা বিভাগ প্রতিদিন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাচ্ছে। উচ্ছেদ করা স্থান যাতে আবার দখল হয়ে না যায়, সে ব্যাপারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।