Print Date & Time : 8 July 2025 Tuesday 5:10 pm

‘আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব’

শেয়ার বিজ ডেস্ক: গত বছর আগস্টে আফগানিস্তানের মসনদে বসে তালেবান। এরপর পুরো বিশ্ব মুখ ফিরিয়ে নেয় দেশটি থেকে। রাশিয়া ও চীন পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি। এমন পরিপ্রেক্ষিতে দুর্ভিক্ষে পড়তে পারে দেশটি। এতে দুর্ভোগে পড়বেন দেশটির নাগরিকরা। তাই উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব।’ খবর: আল জাজিরা।

গত বুধবার আফগানিস্তান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি বক্তব্য দেন। তিনি বলেন, তালেবানের শাসনে ছয় মাস পেরিয়ে যাওয়ার পর কার্যত সুতোয় ঝুলছে আফগানিস্তান। নিরাপত্তা ও মানবিকতার খাতিরে এই মুহূর্তে আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব। এ মুহূর্তে আফগানিস্তানে উন্নয়নের দিকে মনোনিবেশ করুক উন্নত দেশগুলো। এখনই এমন পদক্ষেপ না নিলে দেশটির পরিস্থিতি আরও খারাপ হবে। প্রায় দুই দশকের গৃহযুদ্ধের কারণে বিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি। চরম রাজনৈতিক ডামাডোলে বিপর্যয় নেমে এসেছে সাধারণ মানুষের জীবনে। দেখা দিয়েছে খাদ্য সংকট। আফগানিস্তানে ফুরিয়ে যেতে বসেছে খাদ্য। তাই গত বছর অক্টোবরে ১২০ কোটি ইউরো আর্থিক সাহায্য ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন।

যুক্তরাষ্ট্র ও ভারত ত্রাণ পাঠাতে রাজি হয়েছে। তবে তা যেন তালেবানের কাছে না যায়, সে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর মাধ্যমে ত্রাণ বিতরণে গুরুত্ব দিয়েছে।