Print Date & Time : 1 September 2025 Monday 11:57 pm

আফগানিস্তানকে সস্তায় তেল-গ্যাস-গম দেবে রাশিয়া

শেয়ার বিজ ডেস্ক: রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করল আফগানিস্তানের তালেবান সরকার। রাশিয়া থেকে পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস ও গম কেনার চুক্তিতে সই করল তালেবান। খবর: রয়টার্স।

বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী হাজি নুরউদ্দিন আজিজি। তিনি জানিয়েছেন, তালিবান সরকারকে বিশ্ববাজারের সস্তায় তেল-গ্যাস-গম দেয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

তালেবান দখলের পরে ভয়াবহ আর্থিক সংকটে পড়ে আফগানিস্তান। এই সশস্ত্র গোষ্ঠীর উত্থানে একাধিক নিষেধাজ্ঞার কবলে পড়ে দেশটি। অনেক দেশ এখনও স্বীকৃতি দেয়নি। তাদের মধ্যে রাশিয়াও রয়েছে। তবে কাবুল দখলের পর তালেবান নেতারা মস্কো সফরে গিয়েছিলেন। উল্লেখ্য, আফগান রাজধানী কাবুলে হাতেগোনা বিদেশি দূতাবাসের একটি হলো রাশিয়ার। এর মধ্যে গত মাসে মস্কো সফরে গিয়েছিলেন আফগান বাণিজ্য মন্ত্রী আজিজি। এরপর জানা গেল রাশিয়া-তালেবান বড়সড় চুক্তির কথা।

আজিজি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী আফগানিস্তানকে প্রতি বছর ১০ লাখ টন পেট্রোল, ১০ লাখ টন ডিজেল, পাঁচ লাখ টন প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ২০ লাখ টন গম সরবরাহ করবে রাশিয়া। তালেবান সরকারের বাণিজ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, বিশ্ব বাজারের তুলনায় কম দামে যাবতীয় সামগ্রী আমদানি করা হবে। কতদিন এই চুক্তি বহাল থাকবে তা পরে ঠিক করা হবে বলেও জানান তিনি। দু’পক্ষ সন্তুষ্ট হলে তবেই চুক্তি দীর্ঘমেয়াদি করা হবে।

বাণিজ্যমন্ত্রী চুক্তির বিষয়ে জানালেও রাশিয়া এখনও এ বিষয়ে কিছু জানায়নি। সংবাদ সংস্থা রয়টার্স পুতিনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের মন্ত্রণালয় এই বিষয়ে কিছু জানায়নি।

আজিজি জানিয়েছেন, আফগানিস্তানের বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। আফগানরা খুব অভাব অনটনে রয়েছে। জনগণের স্বার্থেই রাশিয়ার সঙ্গে এই চুক্তি করা হয়েছে।

এদিকে আফগানিস্তানের সাধারণ মানুষ ও পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নেয়া আফগান শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ৩২৭ মিলিয়ন ডলার পাঠাবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান ও প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নেয়া দরিদ্র আফগানদের জরুরি নগদ অর্থ সহায়তা, আবাসন, স্বাস্থ্যসেবা, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের পুনর্বাসন, মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, নারীর প্রতি সহিংসতা রোধ প্রভৃতি খাতে এই তহবিলের অর্থ ব্যয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।