Print Date & Time : 8 July 2025 Tuesday 2:39 am

আফগানিস্তানকে ৬৬২ রানের বিশাল টার্গেট দিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হকের জোড়া সেঞ্চুরিতে ঢাকা টেস্ট জিততে আফগানিস্তানকে ৬৬২ রানের বিশাল টার্গেট দিলো স্বাগতিক বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংস থেকে পাওয়া ২৩৬ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষনা করে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শান্ত ১২৪ ও মোমিনুল অপরাজিত ১২১ রান করেন।

জবাবে পাহাড়সম সেই রান তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খেয়েছে আফগানরা। চতুর্থ ইনিংসের প্রথম বলেই শরিফুল ইসলামের বলে এলবির শিকার ইব্রাহিম জাদরান। আম্পায়ারও আউট দেন। রিভিউ নিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। ফিরে যেতে হয়েছে ‘গোল্ডেন ডাক’ করে।

তাতেই থেমে থাকেনি বাংলাদেশ। পরের ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ। সেই ওভারের পঞ্চম বলে এডজ হয়ে লিটনের হাতে ক্যাচ তুলে দেন আব্দুল মালিক। ৭ বলে ১ চারে ৫ রান করে ফিরে গেছেন তিনি।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৮২ ও আফগানিস্তান ১৪৬ রান করেছিলো।