Print Date & Time : 12 September 2025 Friday 11:30 am

আফগানিস্তানের জব্দ অর্থ ছাড়ে সম্মত দাতারা

শেয়ার বিজ ডেস্ক: পশ্চিমা দেশগুলো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি এখনও। তাই যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ আফগানিস্তানের প্রায় ১০ বিলিয়ন ডলার (এক হাজার কোটি ডলার) রিজার্ভ জব্দ (ফ্রোজেন) রেখেছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও দেশটিতে অর্থ দেয়া স্থগিত রেখেছে। এবার সেই জব্দ করা তহবিল থেকে জাতিসংঘের দুটি সংস্থার জন্য ২৮ কোটি মার্কিন ডলার স্থানান্তরে সম্মত হয়েছে আন্তর্জাতিক দাতারা। এ অর্থ ছাড়ের বিষয়ে দাতাদের একমত হওয়ার এ খবর জানিয়েছে বিশ্বব্যাংক। খবর বিবিসি।

জব্দ রাখা এ অর্থ আফগানিস্তানে জাতিসংঘের খাদ্য ও স্বাস্থ্যসেবা কর্মসূচিতে স্থানান্তরে দাতারা সম্মত হয়েছেন। তাদের পরিচালিত আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট তহবিল থেকে বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইউনিসেফকে এ অর্থ দেয়া হবে। এর মধ্যে ডব্লিউএফপি পাবে ১৮ কোটি ডলার, বাকিটা পাবে ইউনিসেফ।

বিশ্বব্যাংকের বরাত দিয়ে বিবিসি বলছে, জাতিসংঘের এ দুটি সংস্থার নিজস্ব নীতি ও পদ্ধতি অনুযায়ী আফগানিস্তানে সরাসরি সেবা পৌঁছে দেয়ার সক্ষমতা রয়েছে।

আফগানিস্তানে দীর্ঘদিন ধরে তীব্র মানবিক ও অর্থনৈতিক সংকট চলছে।

গত আগস্টে তালেবান ক্ষমতা নেয়ার পর দাতারা অর্থনৈতিক সহায়তা প্রত্যাহার করে নেয়। এ কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি তীব্র ক্ষুধার ঝুঁকিতে রয়েছে বলে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, দেশটির অন্তত ৩০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। ডব্লিউএফপির অনুমান, দাতাদের সহায়তার ওপর নির্ভরশীল আফগানিস্তানের দুই কোটি ৩০ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন।

ভয়াবহ খরায় বেশিরভাগ ফসল নষ্ট হয়ে যাওয়ায় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে। উপরন্তু অর্থনৈতিক সহায়তা বন্ধ হয়ে গেলে এ সংকট ত্বরান্বিত হয়।