Print Date & Time : 29 August 2025 Friday 12:23 am

আফগানিস্তানে তীব্র শীতে নিহত অন্তত ৭৮

শেয়ার বিজ ডেস্ক : আফগানিস্তানজুড়ে তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দেশটিতে ভয়াবহ শৈত্য প্রবাহের ফলে গত এক সপ্তাহে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। পাশপাশি বৈরী আবহাওয়ার কারণে মারা গেছে ৭৭ হাজার গবাদিপশু। খবর: সিএনএন’র।

তালেবান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র সফিউল্লাহ রাহিমি বলেন, ৭৮ জন নিহতের পাশাপাশি অন্তত ৭৭ হাজারের বেশি গবাদি পশু শীতে জমে গিয়ে প্রাণ হারিয়েছে।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের আটটিতেই ঠাণ্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১৫ বছরের মধ্যে আফগানিস্তানে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে। তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে এই শীত আরও দুর্ভোগ হয়ে এসেছে।

এমন পরিস্থিতিতে ২ কোটি ১২ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার বলে জানিয়েছে তালেবান।