আফগানিস্তানে নিষিদ্ধ বহুবিবাহ

শেয়ার বিজ ডেস্ক: আফগানিস্তানের বর্তমান সরকার সরকারি কর্মকর্তাদের বহুবিবাহ নিষিদ্ধ করেছে। খবর: টোলো নিউজ।

আফগান গণমাধ্যম টোলো নিউজ জানায়, বর্তমান তালেবান প্রশাসনের অনেক কর্মকর্তার একাধিক স্ত্রী রয়েছেন। এতে রাষ্ট্রীয় কোষাগারে চাপ পড়ছে। তাই দেশের অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের একাধিক বিয়ে থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে নতুন আদেশ জারি করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, দুটি, তিনটি, কিংবা চারটি বিয়ে শুধু ব্যয়বহুল নয়, অপ্রয়োজনীয়।

আফগানিস্তানের রাজনৈতিক পালাবদলের আগে গত বছর জানুয়ারিতে সংগঠনের সদস্য ও কমান্ডারদের একাধিক বিয়ে করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন তালেবান শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। তখন অবশ্য বলা হয়েছিল, সমালোচকদের মুখ বন্ধ করার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু ওই নির্দেশ সেভাবে বাস্তবায়িত হয়নি, বরং রাজনৈতিক পালাবদলের পর তালেবান সদস্য ও কমান্ডারদের মধ্যে বহুবিবাহের হিড়িক পড়ে যায়। এতে অসন্তুষ্ট হন শীর্ষ তালেবান নেতারা।

আফগানিস্তানের অনেক এলাকায় বিয়ের ক্ষেত্রে বিপুল অঙ্ক দেনমোহর হিসেবে দিতে হয়। কিছু জায়গায় দ্বিতীয় কিংবা তৃতীয় বিয়ের জন্য ২০ লাখ আফগানি মুদ্রা বা প্রায় ২৬ হাজার মার্কিন ডলার দেনমোহর দিতে হয়। ওই বিপুল অর্থ সংগ্রহের জন্য তালেবান কমান্ডার ও সদস্যদের অনেকে অনৈতিক কাজে দিকে ঝুঁকছেন। গত কয়েক মাসে এ বিষয়ে প্রচুর অভিযোগ পাওয়া যায়। তাই বহুবিবাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত শুক্রবার সরকারের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা যে নতুন আদেশ জারি করেছেন, তাতে তালেবান সরকারের কর্মকর্তাদের দুটি, তিনটি, অথবা চারটি বিয়ের পথ পরিত্যাগের কথা বলা হয়েছে।

গত বছর ডিসেম্বরে নারী অধিকার নিয়ে একটি আদেশ জারি করেছিল তালেবান সরকার। তখন সরকারের মুখপাত্র জাবিহিল্লাহ মুজাহিদ জানান, ‘নারীদের সম্পত্তি’ মনে করা উচিত নয়। বিয়েতে অবশ্যই তাদের সম্মতি থাকতে হবে। কেননা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে।