Print Date & Time : 7 July 2025 Monday 5:39 am

আফগানিস্তানে পুনরায় সম্প্রচার আরেজো টিভির

শেয়ার বিজ ডেস্ক: আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল আরেজো টিভি গত শনিবার পুনরায় তাদের সম্প্রচার কার্যক্রম শুরু করেছে। দেশটির রাজধানী কাবুলে অবস্থিত টিভি স্টেশনটির দরজায় লাগানো সিলগুলো তালেবান কর্তৃপক্ষের উপস্থিতিতে খুলে দেয়া হয়। খবর: আরব নিউজ।
তালেবান নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ করা হয় চ্যানেলটি। ইসলামী মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং বিদেশি প্রচারণা চালানোর অভিযোগে চ্যানেলটি বন্ধ করে দিয়েছিল।

চ্যানেলটির প্রধান বাসির আবিদ জানান, কাবুলে নৈতিকতা প্রচার ও অপবিত্রতা প্রতিরোধ মন্ত্রণালয়ের (পিইউপিভি) কর্মকর্তাদের উপস্থিতিতে আরেজো টিভির’ সিল খুলে দেয়া হয় এবং সম্প্রচার পুনরায় শুরু হয়। ২০২৩ সালের ৪ ডিসেম্বর তালেবান কর্তৃপক্ষ টিভি স্টেশনটি বন্ধ করে এবং চ্যানেলের সাতজন কর্মীকে গ্রেফতার করে, যদিও পরে তাদের মুক্তি দেয়া হয়। তবে এতদিন চ্যানেলটির সম্প্রচার বন্ধ ছিল। আফগানিস্তান সাংবাদিক কেন্দ্র (এএফজেসি) পুনরায় চালু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। তবে এক বিবৃতিতে এএফজেসি বলেছে, এ বন্ধের ঘটনা ছিল গণমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন, যা আদৌ ঘটার কথা ছিল না।

আফগানিস্তানের মাজার–ই–শরিফে ২০০৬ সালে যাত্রা শুরু করে আরেজো টিভি। পরে ২০১০ সালে রাজধানীতে একটি অফিস খোলা হয়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রথমদিন বন্যপ্রাণী বিষয়ক ডকুমেন্ট প্রচারিত হয়। সেদিন তুরস্কের একটি সিরিজও প্রচার করে।
আফগানিস্তানের তালেবান শাসন শুরু হওয়ার পর গত তিন বছরে গণমাধ্যমের অবস্থান পরিবর্তন হয়েছে, সাংবাদিকদের অধিকার খর্ব হয়েছে বলে জানান আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানায়, শুধু ২০২৪ সালেই তালেবান কর্তৃপক্ষ ১২টি গণমাধ্যম বন্ধ করে দিয়েছে।

তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ এসব অভিযোগ অস্বীকার করে বারবার বলে আসছেন, সাংবাদিকদের ওপর কোনো ধরনের বিধিনিষেধ নেই। তিনি গুজব ছড়ানোর প্রতিবাদ করেন। উল্লেখ্য, গত মাসে নারীদের রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ বন্ধ করা হয় এবং এর সম্প্রচার নিষিদ্ধ করে সরকার।