Print Date & Time : 5 August 2025 Tuesday 10:09 am

আফগানিস্তানে বিস্ফোরণে ১৫ শিশু নিহত

শেয়ার বিজ ডেস্ক : আফগানিস্তানের গজনিতে এক বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। গত শুক্রবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর : বিবিসি।

বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, একটি যন্ত্রচালিত রিকশার পেছনে বোমা বিস্ফোরিত হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশুরা এক লোকের কাছে পরিত্যক্ত বোমা বিক্রির চেষ্টার সময় সেটি বিস্ফোরিত হয়। তালেবানও একে দুর্ঘটনা হিসেবে অ্যাখ্যায়িত করেছে।

শুক্রবার এ বিস্ফোরণের সময় কাছেই একটি বাড়িতে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান চলছিল। গজনির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লা জুমাজাদা জানান, এক ব্যক্তি যন্ত্রচালিত একটি রিকশা নিয়ে গ্রামে প্রবেশের পর শিশুরা তাকে ঘিরে ধরেছিল। সে সময়ই বোমাটি বিস্ফোরিত হয়।

পুলিশের মুখপাত্র আহমাদ খান এ ঘটনাকে হামলা হিসেবে অভিহিত করে এর জন্য তালেবানদের দায়ী করেছেন। দেশটিতে প্রায় দুই দশকের যুদ্ধ বন্ধে সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়া তালেবানরা শুক্রবারের বিস্ফোরণে ১২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, শিশুরা এক ফেরিওয়ালার কাছে অবিস্ফোরিত একটি গোলা নিয়ে আসার পর সেটি বিস্ফোরিত হয়।