Print Date & Time : 16 September 2025 Tuesday 3:09 am

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিনা আমিরি

শেয়ার বিজ ডেস্ক: আফগানিস্তানের নারী, শিশু ও মানবাধিকার রক্ষায় রিনা আমিরিকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিনা যুক্তরাষ্ট্রের সাবেক নারী উপদেষ্টা। তিনি আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধী ছিলেন। খবর: রয়টার্স।

গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে বিশেষ দূত হিসেবে রিনা আমিরির নাম ঘোষণা দেন।

রিনা আমিরি দুই দশক ধরে যুক্তরাষ্ট্র সরকারের উপদেষ্টা, জাতিসংঘ ও আফগানিস্তান-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে যুক্তরাষ্ট্র সরকারের আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

রিনা আমিরির আগে এ পদের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে স্টেফেনি ফস্টারকে  আফগানিস্তান-বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়। আফগানদের উদ্ধার, পুনর্বাসন ও তালেবানের ক্ষমতা দখলে প্রতিশোধের ঝুঁকিতে থাকা নারী ও মেয়েদের নিয়ে কাজ করবেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও নিরাপদ আফগানিস্তান চাই, যেখানে সব আফগান নাগরিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে মিলেমিশে বাস করবেন। আমাদের বিশেষ দূত রিনা আমিরি আমার সঙ্গে সেই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।’

দুই দশকের যুদ্ধ শেষে গত আগস্টে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যায়। এরপর পশ্চিমা দেশগুলোর সমর্থিত আশরাফ গনি সরকারকে সরিয়ে আবার ক্ষমতায় বসে তালেবান। ক্ষমতায় আসার পর তালেবান নারী ও মেয়েদের নিয়ে কিছু বিধিনিষেধ আরোপ করছে। যুক্তরাষ্ট্র এর সমালোচনা করে আসছিল। এভাবে চলার পর এবার রিনা আমিরিকে নিয়োগ দিল বাইডেন প্রশাসন।

দেশটি অর্থনৈতিকভাবে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে আর্থিক সহায়তাও করছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আর্থিক অনুদান রয়েছে তাদের জন্য।