Print Date & Time : 31 July 2025 Thursday 3:12 am

আফগান কেন্দ্রীয় ব্যাংকের ৯৫০ কোটি ডলার আটকে দিল যুক্তরাষ্ট্র

শেয়ার বিজ ডেস্ক: কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর আফগান কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৯০০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ক্ষমতা দখল করলেও নিজ দেশের প্রায় হাজার কোটি ডলার হাতে পাচ্ছে না তালেবান। খবর: আল জাজিরা, ব্ল–মবার্গ, ওয়াশিংটন পোস্ট।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগের সিদ্ধান্তে আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় এখনও নাম রয়েছে তালেবানের। এ কারণে তারা আফগানিস্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ বা সম্পত্তির নাগাল পাবে না।

‘ডা আফগানিস্তান ব্যাংক’-এর ভারপ্রাপ্ত প্রধান আজমল আহমাদি গত সোমবার টুইটারে জানান, তিনি শুক্রবার জানতে পেরেছিলেন, তালেবানের হাতে অর্থ যাওয়া ঠেকাতে ডলারের চালান বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলারের সম্পদ রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ রয়েছে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে।

আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ আটকে দেয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তর।

হামিদ কারজাইয়ের সঙ্গে তালেবানের সাক্ষাৎ: এদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে গতকাল বুধবার সকালে বৈঠক করেছেন তালেবান কমান্ডার ও তালেবান গোষ্ঠীর সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের জ্যেষ্ঠ নেতা আনাস হাক্কানি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা জানান, সাবেক সরকারের আমলে আফগানিস্তানের তৎকালীন ক্ষমতাসীন সরকার ও তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি সংলাপ-বিষয়ক প্রধান দূত আব্দুল্লাহ আব্দুল্লাহ সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত হাক্কানি নেটওয়ার্ক তালেবান গোষ্ঠীর অন্যতম প্রধান সহযোগী সংগঠন হিসেবে পরিচিত। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোয় এই নেটওয়ার্কের কাজ আছে এবং গত কয়েক বছরে বেশকিছু ভয়ংকর সন্ত্রাসী হামলা চালিয়েছে এই নেটওয়ার্ক।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, এ বিষয়ে আলোচনা করতেই আনাস হাক্কানি বুধবার হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এদিকে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমানুল্লাহ সালেহ এরই মধ্যে নিজেকে আফগান প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। রাজধানী অভিমুখে তালেবান বাহিনীর এগিয়ে আসার জেরে কাবুল থেকে সরে গিয়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পানশির উপত্যকায় আত্মগোপনে আছেন আমানুল্লাহ সালেহ।