Print Date & Time : 17 August 2025 Sunday 6:39 am

আফগান নারীদের রক্ষায় যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় হতে হবে

শেয়ার বিজ ডেস্ক: আফগানিস্তানের নারী ও মেয়েদের রক্ষায় আরও বেশি পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। একইসঙ্গে আফগান নারীদের শিক্ষা ও কাজের অধিকার নিশ্চিত করতে সক্রিয় হতেও দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এ আহ্বান জানান মালালা। খবর: বিবিসি, এএফপি।

বৈঠকের আগে সাংবাদিকদের সামনে মালালার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি মালালাকে সত্যিকারের অনুপ্রেরণা বলে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের এ মানবাধিকারকর্মী সত্যিকারের পার্থক্য সৃষ্টি করেছেন। বিশেষ করে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের সমানভাবে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে আমরা তার পরামর্শ চাই।’

অ্যান্টনি ব্লিঙ্কেন তার বক্তব্যে আফগানিস্তান নামটি একবারও ব্যবহার করেননি। তবে সুযোগ পেয়েই আফগানিস্তান নামটি বলতে এক মুহূর্ত দেরি করেননি মালালা ইউসুফজাই। একইসঙ্গে তুলে আনেন সেখানকার নারীশিক্ষায় নিষেধাজ্ঞার বিষয়টিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে এ নারী অধিকারকর্মী বলেন, ‘আপনি (অ্যান্টনি ব্লিঙ্কেন) বলছেন যে, ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতেই আমরা এখানে এসেছি। কিন্তু বিশ্বের একমাত্র দেশ হিসেবে এখন কেবল আফগানিস্তানেই মাধ্যমিক শিক্ষা লাভের অধিকার নেই আফগান মেয়েদের।’

আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের কর্মকাণ্ড নিয়ে মালালা বলেন, ‘তারা (তালেবান) আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থায় মেয়েদের নিষিদ্ধ করেছে এবং এই বিষয়টি নিয়েই আমি আফগান নারী অধিকার কর্মীদের সঙ্গে একযোগে কাজ করছি। তাদের প্রতি আমাদের বার্তা এটিই যে, আফগান নারীদের কাজের সুযোগ দেয়া উচিত এবং মেয়েদের স্কুলে যাওয়ারও সুযোগ দেয়া উচিত।’

এছাড়া আফগান শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দেশটির শিক্ষা ব্যবস্থায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত বেতন প্রাপ্তির বিষয়েও সবার আরও নজর দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।