আফগান বোলিংয়ে ভীত নন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক: বর্তমান সময়ে পেস-স্পিনে বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ভারসাম্যপূর্ণ দল আফগানিস্তান। সে দলটির বোলারদের অবশ্য সমীহ করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাই বলে আসন্ন সফরে তাদের বিপক্ষে খেলতে মোটেও ভীত নন তিনি। গতকাল বাংলাদেশের সহ-অধিনায়ক বলেন, প্রতিপক্ষ বোলারদের সামলে ঠিকই তারা পৌঁছে যাবেন কাক্সিক্ষত লক্ষ্যে।
আগামী মাসে ভারতের দেরাদুনে আফগানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সে লক্ষ্যে মিরপুর একাডেমিতে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা। বিশেষ করে প্রতিপক্ষের বোলারদের সামলাতে ব্যাটিংয়ে দারুণ সিরিয়াস সবাই। মাহমুদউল্লাহ মনে করেন, আসন্ন সিরিজে বাড়তি দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। ‘ব্যাটসম্যানদের দায়িত্ব থাকবে যেন বোলারদের আমরা ভালো একটা পুঁজি দিতে পারি। আমরা জানি, ওদের বোলিংয়ে ভালো বৈচিত্র্য আছে। আমার মনে হয়, খুব ভালো একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য।’
আফগানদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন লেগ স্পিনার রশিদ ও অফ স্পিনার মুজিব। এ জন্য তাদের ভিডিও ফুটেজ দেখে প্রস্ততি নিচ্ছেন রিয়াদরা। এ নিয়ে গতকাল বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘আমরা এরই মধ্যে ওদের বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখেছি। আমি মুজিবকে এখনও খেলিনি। রশিদকে খেলেছি। আফগানিস্তানের সঙ্গে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে খেলার সময়ে ওকে খেলেছি। প্রতিপক্ষের বোলিং আক্রমণের যে বৈচিত্র্য আছে তার বিপরীতে আমাদের ব্যাটিংয়েরও ততটা গভীরতা আছে যে, ওই বোলিং মোকাবিলা করা সম্ভব। ব্যাটসম্যানদের সঠিকভাবে নিজেদের প্রয়োগ করতে হবে।’
আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৮ নম্বরে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। মাহমুদউল্লাহর কাছে এটা অবশ্য কোনো ব্যাপারই মনে হয় না। কেননা সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বড় দল
ছোট দল বলে কিছু নেই। যে দল যেদিন ভালো খেলবে, তারাই জিতবে।
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০১৪ বিশ্বকাপের সে ম্যাচে ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট
নিয়েছিলেন মাহমুদউল্লাহ। বোলিং পেলে এবারও তেমন কিছু করতে চান তিনি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ২৯ মে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা সাকিব আল হাসানদের। সিরিজের সূচি অনুযায়ী ৩, ৫ ও ৭ জুন দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।