Print Date & Time : 4 September 2025 Thursday 10:13 am

আফ্রিকায় প্রভাব বাড়াতে চায় জাপান

শেয়ার বিজ ডেস্ক: চীনকে টেক্কা দিতে আফ্রিকা মহাদেশে নিজেদের প্রভাব বাড়াতে চায় জাপান। এ লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও চলতি মাসের শেষের দিকে টোকিও নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। সেখানে আফ্রিকার প্রবৃদ্ধির জন্য অপেক্ষাকৃত বড় আকারের নানা পদক্ষেপ ঘোষণার পরিকল্পনা রয়েছে তার। খবর: জাপান টাইমস।

আগামী ২৭ ও ২৮ আগস্ট তিউনিসিয়ায় অনুষ্ঠেয় আফ্রিকার উন্নয়ন বিষয়ক ৮ম টোকিও আন্তর্জাতিক সম্মেলনে (টিক্যাড) যোগ দেবেন কিশিদা। পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসাও এতে উপস্থিত থাকবেন। মূলত আফ্রিকায় চীনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী এ পরিকল্পনা করেছেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোয় বেইজিং আফ্রিকায় তাদের প্রভাব বৃদ্ধি করে চলেছে।

সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে একটি সরকারি ও বেসরকারি-খাতের বিনিয়োগ উদ্যোগের পরিকল্পনা ঘোষণা করবেন। এছাড়া কৃষি ও অন্যান্য শিল্পসহ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করবে। সংক্রমক রোগসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যা মোকাবিলায়ও সহায়তা দেয়া হবে। বিশ্বব্যাপী খাদ্য সংকটের মাঝে সম্মেলনে অংশ নেয়া আলোচকরা আফ্রিকার কৃষি সক্ষমতা বাড়ানোর নানা উপায় নিয়ে আলোচনা করবেন।

আলোচনার অন্য বিষয়গুলোর মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা জোরদারের পাশাপাশি কভিড-১৯ প্রতিরোধে নেয়া নানা পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে। প্রতিনিধিরা আফ্রিকার উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।

এর আগে ২০১৯ সালে আফ্রিকা মহাদেশের উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার অঙ্গীকার ও আফ্রিকার দেশগুলোর ঋণের ফাঁদে আটকে পড়ার আশঙ্কা নিয়ে সতর্কতা অন্তর্ভুক্ত থাকা একটি ঘোষণা গ্রহণ করার মধ্যে দিয়ে জাপানের বন্দর ইয়োকোহামায় শেষ হয় সপ্তম টিকাড শীর্ষ সম্মেলন। তখন ঘোষণায় নেতারা ঋণদাতা ও গ্রহীতা উভয়ের ক্ষেত্রে কোনো দেশের সরাসরি উল্লেখ না করে অবকাঠামো উন্নয়ন ঋণ গ্রহণে ঋণ পরিশোধ সামর্থ্যের বিষয়টি বিবেচনা করে দেখায় তাদের সম্মতি ব্যক্ত করেন।