ক্রীড়া প্রতিবেদক:কয়েক মাসের ব্যবধানে আবারও নেতিবাচক ঘটনায় সংবাদমাধ্যমের শিরোনামে সাব্বির রহমান। এবার তার বিরুদ্ধে অভিযোগ এক কিশোর দর্শককে পেটানো। এর মধ্যে তার বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে প্রতিবেদন জমা দিয়েছেন ম্যাচ রেফারি। সব মিলিয়ে কঠিন শাস্তির মুখে টাইগার এ ড্যাশিং ওপেনার।
ঘটনার সূত্রপাত ২১ ডিসেম্বর জাতীয় লিগের শেষ রাউন্ড খেলা চলাকালীন সময়ে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী-ঢাকা মহানগরের ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চের ঘণ্টাখানেক পর ঘটেছে ঘটনাটি। তখন মহানগর প্রথম ইনিংসে ব্যাটিং করছে। সাব্বির খেলেছেন রাজশাহীর হয়ে। এ ডানহাতি নাকি যাচ্ছিলেন মাঠের দিকে। সে সময় এক কিশোর দর্শক তাকে উদ্দেশ কিছু একটা বলে চিৎকার করছিল। খেলা চলাকালীন অবস্থায়ই ওই কিশোরকে পরিচিত কাউকে দিয়ে ধরে আনেন সাব্বির। মাঠের দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদের কাছ থেকে অনুমতি নিয়ে খেলা ফেলেই সাইটস্ক্রিনের পেছনে ১০-১২ বছর বয়সী ওই কিশোর দর্শককে মারধর করেন এই ব্যাটসম্যানÑএমনটাই উঠেছে অভিযোগ।
জাতীয় লিগের শেষ রাউন্ড চালাকালীনই ব্যাপারটি ম্যাচ রেফারি শওকাতুর রহমানকে মৌখিকভাবে বিষয়টি জানান রিজার্ভ আম্পায়ার শওকত আলী। ঘটনাস্থলে থাকা আকসুর প্রতিনিধি আহসান হাবিবও ম্যাচ রেফারিকে নিশ্চিত করেন ঘটনাটি। পরদিন সাব্বির ও দলের ম্যানেজারকে ডাকেন ম্যাচ রেফারি। কিন্তু তাদের এ নিয়ে বিসিবির কাছে রিপোর্ট না করতে বলেন টাইগার এ ব্যাটসম্যান। যদি তারা তেমন কিছু করেন, তবে অসুবিধা হবে বলে জানান রাজশাহীর এ ক্রিকেটার। সে সময় নাকি তাদের হুমকি-ধমকিও দেন সাব্বির। কোনো খেলোয়াড় মাঠে কাউকে লাঞ্ছিত করলে শাস্তি হিসেবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও ঘরোয়া লিগে কয়েকটি ম্যাচ নিষিদ্ধ হওয়ার নিয়ম রয়েছে।
এরই মধ্যে সাব্বিরের বিরুদ্ধে ওই ঘটনার অভিযোগ এনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে প্রতিবেদন দিয়েছেন ম্যাচ রেফারি। এরই মধ্যে তা শৃঙ্খলা কমিটিকে দিয়েছেন আকরাম খান। গতকাল বিসিবির সাবেক ক্রিকেট পরিচালনা বিভাগের এ চেয়ারম্যান সংবাদমাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেন। যদিও ডিসিপি নারী কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল জানিয়েছেন, এখনও প্রতিবেদনটি পাননি তিনি।
আসন্ন সিরিজ সামনে রেখে গতকালও মিরপুরে অনুশীলনে এসেছিলেন সাব্বির রহমান। ওই ব্যাপারটি নিয়ে জানতে চাইছে তিনি সরাসরিই এড়িয়ে যান।