Print Date & Time : 28 August 2025 Thursday 2:39 pm

আবারও ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের ট্রেজারার আবুল খায়ের হিরু

৩১তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের ২০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাতে টানা চতুর্থবারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল হাদী এবং প্রথমবারের মতো নারী সম্পাদক হলেন আকতারুন্নেসা। পাশাপাশি ট্রেজারার বা কোষাধক্ষ্য পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিসিএস সমবায় ক্যাডারের আবুল খায়ের হিরু এবং দপ্তর সম্পাদক পদে প্রশাসন ক্যাডারের আহসান হাবীব জিতু। এছাড়া উপদেষ্টা পদেও কোন পরিবর্তন আসেনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে পূর্ব নির্ধারিত মিটিং থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কমিটি তাদের কার্যক্রম শুরু করবে।