Print Date & Time : 6 August 2025 Wednesday 4:17 am

আবার এক সিনেমায় অভিষেক-ঐশ্বরিয়া

শোবিজ ডেস্ক: বিয়ের আগে একসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। তবে গাঁটছড়া বাঁধার পর তাদের এক ছবিতে দেখা যায়নি। এবার অভিষেক-ঐশ্বরিয়া ভক্তদের জন্য সুখবর। নতুন ছবি ‘গুলাব জামুন’-এ আবার জুটি হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবিতেই দেখা যাবে তাদের? ছবির নাম ‘গুলাব জামুন’। এটি রোমান্টিক কমেডি ধাঁচের ছবি। আর এতেই দেখা যাবে এই দুই তারকাকে।

রাবণ, গুরু, কুছ না কহো, উমরাও জান, ধুম টু, ঢাই অক্ষর প্রেম কে, সরকার রাজ ইত্যাদি ছবিগুলোতে একসঙ্গে দেখা গেছে এ দু’জনকে। সবশেষ ঐশ্বরিয়া-অভিষেক জুটি বেঁধে অভিনয় করেছেন রাবণ ছবিতে। ছবিটি পরিচালনা করেছিলেন মণিরত্নম। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাদের।

বান্টি অউর বাবলি ছবির একটি আইটেম গানে বিগবি-অভি-অ্যাশকে একসঙ্গে পারফর্ম করতেও দেখা যায়, যা সাড়া ফেলেছিল বলিউডে। তবে বহুদিন থেকেই সিলভার-স্ক্রিনে অভিষেক-অ্যাশকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা?  এবার হয়তো সেই আশা পূর্ণ হতে চলেছে।