Print Date & Time : 3 September 2025 Wednesday 2:10 am

আবার গ্যাস সংযোগ পাচ্ছে সি অ্যান্ড এ টেক্সটাইলস

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের কারখানায় আবার গ্যাস সংযোগের অনুমোদন দিয়েছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, দুই কোটি ৮৯ লাখ ৪১ হাজার ১৮৭ টাকার বকেয়া গ্যাস বিল পরিশোধ করায় সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের কারখানায় আবার গ্যাস সংযোগের অনুমোদন দিয়েছে কেজিডিসিএল। একইসঙ্গে কোম্পানিটি আরও জানিয়েছে, অতীতের সব বকেয়া পরিশোধের পর অন্য সব ইউটিলিটি সংযোগ যেমন বিদ্যুৎ ও পানি আবার সংযোগ করা হয়েছে।

কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ডিএসই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোম্পানিটির ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৩৯ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১২৪ কোটি ৭৮ লাখ টাকা।