Print Date & Time : 5 September 2025 Friday 6:05 pm

আবার জীবিত হওয়ার আশায় ছয় দিন লাশের সঙ্গে বসবাস

প্রতিনিধি, নরসিংদী :‘স্ত্রী মৃত্যুর পর আবার জীবিত হবেন’ এমন অন্ধ বিশ্বাস থেকে মৃত্যুর ছয় দিন পরও ঘরের মধ্যেই লাশ রেখে দিয়েছেন। কিন্তু ছয় দিনেও লাশ জীবিত হয়নি। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে খাটের নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে নিহতের স্বামী, চার মেয়েসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। গত শনিবার রাতে নরসিংদীর মনোহরদী পৌরসভার বাজারের পাশে অবসরপ্রাপ্ত শিক্ষক মোক্তার উদ্দিন তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দিন জানান, নিহত শামীমা সুলতানা নাজমা তার স্বামী, চার মেয়ে ও দুই নাতি-নাতনি নিয়ে বসবাস করতেন। তিনিসহ পরিবারের সবাই আটরশি পীরের মুরিদ ছিলেন। মৃত্যুর আগে নাজমা তার পারিবারের কাছে অছিয়ত করেছিলেন, যেন তিনি মারা গেলে তার লাশ কবর না দেয়া হয়। কারণ তিনি তিন-চার দিন পর আবার জীবিত হবেন বলে পরিবারের সদস্যদের কাছে জানিয়েছিলেন। পরিবারের সবাই প্রতিদিন ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জিকিরে মশগুল থাকতেন। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাত ৩টা থেকে জিকিরে থাকা অবস্থায় শামীমা সুলতানা নাজমা মারা যান। তার শেষ ইচ্ছা অনুযায়ী, মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা তার লাশ ঘরের খাটের নিচে রেখে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকেন। এ অবস্থায় মৃতদেহটি গলে দুর্গন্ধ ছড়াতে থাকলে গন্ধে অতিষ্ঠ হয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। শনিবার দিবাগত মধ্যরাতে পুলিশ এসে তাদের ঘরের দরজায় অনেক ডাকাডাকি করলেও কেউ সাড়া না দিলে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের নিচ থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে।