আবার বাড়ছে রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৬০ মিলিয়ন ডলার। ফলে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৮ বিলিয়ন ডলার। রিজার্ভের বাড়ার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বড় ভূমিকা রাখছে। জানা যায়, গত ১১ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে আমদানি দায়বাবদ ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। ফলে গত ১৩ নভেম্বর দিনশেষে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ কমে ১৮ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে নেমে আসে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গ্রস ওইদিন রিজার্ভ কমে দাঁড়ায় ২৪ দশমিক ১৬ বিলিয়ন ডলার। তবে গত সপ্তাহে নতুন করে আর রিজার্ভ কমেনি। উল্টো সপ্তাহের ব্যবধানে প্রায় ৬০ মিলিয়ন ডলারের বেশি বেড়েছে রিজার্ভ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, গত বুধবার দিনশেষে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ বেড়ে হয়েছে ২৪ দশমিক ২৭ বিলিয়ন ডলার।
এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত আছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ডলারেরও বেশি। আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার মাস আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। সেপ্টেম্বরে তা আরও বেড়ে হয় ২৪০ কোটি ৪৭ কোটি ডলার, যা একক মাস হিসেবে এ যাবতকালের তৃতীয় সর্বোচ্চ। আর অক্টোবর মাসে রেমিট্যান্স আসে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার। সবমিলে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয় প্রায় ৩০ শতাংশ।