আবার রাশিয়াকে চীন-ভারতের সমর্থন

শেয়ার বিজ ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে আবার রাশিয়ার পাশে দাঁড়াল চীন ও ভারত। গত রোববার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ সভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রস্তাব পেশ করা হয়। সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে বেইজিং ও নয়াদিল্লি। খবর: বিবিসি।

প্রায় পাঁচ দিন ধরে চলা ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামার আভাস নেই। ন্যাটো ও মস্কোর হুঙ্কারে পরিস্থিতি ক্রমে পারমাণবিক সংঘাতের দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ সভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রস্তাব পেশ হয় নিরাপত্তা পরিষদের বৈঠকে। সেই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১টি। বিপক্ষে ভোট দেয় রাশিয়া। ভোটদানে বিরত থাকে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।

এই প্রস্তাব বা রেজোলুশন পদ্ধতিগত। তাই নিয়ম অনুযায়ী এই প্রস্তাব আটকাতে ভেটো দিতে পারে না নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশÑযুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স।

এদিন জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি আবার আলোচনার মাধ্যমে আইনটি ফেরানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি ইউক্রেনে আটকে থাকা ভারতীয়সহ অন্য দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গ উত্থাপন করেন।

এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিৎসয়া বলেন, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধে চার হাজার ৩০০ রুশ সৈনিকের মৃত্যু হয়েছে। ২০০ জনকে বন্দি করা হয়েছে। নিখোঁজ রুশ সৈনিকদের পরিবারের জন্য একটি হটলাইন খুলেছে ইউক্রেন। প্রথম দিনই সেখানে অন্তত ১০০ নারীর ফোন এসেছে। নিজের সন্তানের কথা জানতে চাইছেন তারা। এছাড়া রাশিয়ার বোমায় ইউক্রেনের ১৬টি শিশুর মৃত্যু হয়েছে। তিন লাখ ৫০ হাজার পড়ুয়া স্কুলে যাওয়ার সুযোগ হারিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেন, সব অভিযোগ মিথ্যা। আমজনতার ওপর হামলা চালায় না রুশ সেনা।

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করে যুক্তরাষ্ট্র।সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার পাশে দাঁড়ায় চীন ও ভারত। এরপর বেইজিং ও নয়াদিল্লির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে মস্কো।