Print Date & Time : 15 September 2025 Monday 2:08 pm

আবাসনে বিনিয়োগ করবে ফেসবুক

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সাশ্রয়ী মূল্যের আবাসন বানানোর উদ্যোগে ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সিলিকন ভ্যালির নিম্ন আয়ের বাসিন্দাদের সাহায্য করতে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার পর অবশেষে এ ধরনের সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি। খবর দ্য গার্ডিয়ান।

হাউজিং কর্মী যারা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের আয় বৈষম্য দূর করতে ফেসবুকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ও সমালোচনা করেছেন তারা এ পদক্ষেপকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন। এর ফলে অন্যান্য প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলোও এ ধরনের সহযোগিতায় এগিয়ে আসবে বলে আশা করছেন তারা। ইউথ ইউনাইটেড ফর কমিউনিটি অ্যাকশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক তামিকা বেনেট বলেন, আমি আশা করছি এ বিনিয়োগের ফলে অন্যরাও একই ধরনের উদ্যোগে এগিয়ে আসবে। এ প্রতিষ্ঠানটিই ফেসবুকের সঙ্গে আবাসন বিষয়ে দেন-দরবার করেছে। গুগল, অ্যাপলসহ আরও বহু সমৃদ্ধশালী প্রযুক্তি জায়ান্টের দূর্গ হিসেবে পরিচিত থাকা সত্ত্বেও সিলিকন ভ্যালিতে আবাসন ঘাটতি চরম পর্যায়ে রয়েছে। এক জরিপে দেখা গেছে, সেখানে বছরে বাড়ির ঘাটতি আনুমানিক ২২ হাজার। এর মধ্যে নি¤œ আয়ের মানুষদের জন্য প্রয়োজনীয় বাড়ির মাত্র ২৬ শতাংশ আঞ্চলিক সরকার তৈরি করে থাকে।