এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় গত বৃহস্পতিবার মো. আবুল বাশার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পরবর্তী এক বছরের জন্য পুনর্নির্বাচিত এবং সোহেলা হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আবুল বাশার দেশের একজন তরুণ শিল্পোদ্যোক্তা এবং দক্ষ সংগঠক। তিনি যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ওপর গ্র্যাজুয়েশন ডিগ্রি (বিএসসি) অর্জন করেন। আবুল বাশার বিগত ২০ বছর ধরে প্রাইম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন একজন খ্যাতিমান শিক্ষাবিদ, সমাজ হিতৈষী ও গবেষক। তিনি মীর আকতার হোসেন লিমিটেডের চেয়ারম্যান এবং মীর সিমেন্ট, মীর রিয়েল এস্টেট ও মীর কংক্রিট প্রডাক্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 12 September 2025 Friday 8:31 am
আবুল বাশার এনসিসি ব্যাংকের চেয়ারম্যান, সোহেলা ভাইস চেয়ারম্যান
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: