আব্দুল আলীম স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক নির্বাচিত

একেএম আব্দুল আলীম স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৩৪৯তম বোর্ড সভায় তিনি ব্যাংকের পরিচালক নির্বাচিত হন। তরুণ উদ্যোক্তা আব্দুল আলীম স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুল আজিজের একমাত্র ছেলে। আব্দুল আলীম স্কলাস্টিকা থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পাস করার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ও পরবর্তীতে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। আলীম ১০ বছরেরও অধিককাল ধরে বহুবিধ ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি এসবিএল সিকিউরিটিজের পরিচালক, ম্যাস করপোরেশনের মালিক, মিডল্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির পরিচালক এবং গ্লোবাল লেদার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি