আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারীতে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ উদ্বোধন করেন। মোট ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তার এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান ও এক হাজার মানুষের ব্লাড গ্রুপিংয়ের সুবিধা দেয়া হয়। বিজ্ঞপ্তি