আমদানির সময়সীমা বাড়ানোর দাবি পেঁয়াজ ব্যবসায়ীদের 

প্রতিনিধি, হিলি (দিনাজপুর)  : রমজান মাসে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম হাতের নাগালের মধ্যে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্রের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। সোমবার রাতে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।

এ সময় আমদানিকারকরা বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমতিপত্রের সর্বশেষ সময়সীমা ১৫ মার্চ নির্ধারণ করে দিয়েছেন। নতুন করে অনুমতি দেয়া না হলে তারপর থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে। এতে করে সরবরাহ কমের কারণে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠবে। আর কয়েক দিন পরেই রমজান মাস। এ সময় দেশে পেঁয়াজের বেশ চাহিদা থাকে। তাই রমজান মাসকে ঘিরে পেঁয়াজ আমদানির সময়সীমার মেয়াদ আরও বাড়িয়ে দেয়া হোক। তাতে করে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি যেমন অব্যাহত থাকবে, তেমনি দাম কম থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।